সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের প্রণোদনার বীজ ও সার বিতরণ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়।
৫ নভেম্বর বুধবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অনুষ্ঠানে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকারের উপস্থাপনায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ সঠিকতর চাষে বিষদভাবে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য।অন্যন্যার মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন,শাহ আলম মিয়া,প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য বলেন, কৃষকদের সহায়তা দিয়ে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে এই কর্মসূচির উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধি করা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কীভাবে কৃষকদের লাভ হয় সেটি কৃষি বিভাগের মাধ্যমে পরামর্শ ও প্রণোদনার মাধ্যমে কৃষকরা বিনামূল্যে তাদের উৎপাদন খরচ কমিয়ে সঠিক ভাবে ব্যবহারের ফলে ফসলের ফলন বৃদ্ধি ও সরাসরি কৃষকের যাতে আয় বাড়ে এটি সরকার কর্তৃক প্রদত্ত প্রযুক্তি ও সহায়তা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে, যা তাদের লাভ বৃদ্ধিতে সহায়ক হয়। উদ্বোধনে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে যে ২৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক গম, সরিষা,চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, মুগ,সয়াবিন,খেসারি ও অড়হড় বীজ ও ১০ কেজি টিএসপি ১০ কেজি এমওপি বিনামূল্যে পাচ্ছেন সরকারের যে উদ্দ্যেশে আপনাকে দিচ্ছে সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করে আপনি স্বাবলম্বী হন এটি সরকারের উদ্দ্যেশে। বীজ ও সার পাওয়ার পরে যাতে কোন বিতর্ক না হয়। এটি খেয়াল রাখবেন তাহলেই সঠিক ভাবে চাষ করলেই আমাদের বিতরণ সার্থকতা আসবে বলে আমি মনে করি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- সাদুল্লাপুর
- বীজ ও সার বিতরণ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: