সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠিন হস্তে দমন করা হবে - ব্যারিস্টার শেখ মোঃ জাকি
এলাকায় শান্তি বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠিন হস্তে দমন করা হবে বললেন বাগেরহাট ২ (সদর কচুয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা জেলা সদরের গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন জামায়াতে ইসলামী ইতোমধ্যে নারীদের কর্মঘন্টা কমানোর ঘোষণা দিয়ে তাদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছে। আপনারা জানেন বিএনপি চায় নারী পুরুষকে নিয়ে সম অধিকারের ভিত্তিতে দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীদের উদ্যেশ্যে তিনি বলেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে একটি বৈষম্যহীন সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে।
৩নং গোটাপাড়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভানেত্রী মেঘনা আক্তার এর সভাপতিত্বে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দলনেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকার আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা সরদার অহিদুল ইসলাম পল্টু, সাবেক জেলা যুবদল নেতা ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।
এডভোকেট সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা নিয়ামুল কবির রাহুল, গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খাঁন, মহিলা দলের শিরিনা আক্তার, সালমা আক্তার, মনিরা ইসলাম, শামিমা নাসরিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠিন হস্তে দমন করা হবে - ব্যারিস্টার শেখ মোঃ জাকি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: