হাকিমপুর প্রিমিয়ার লিগ সিজন -৫ এর শুভ উদ্বোধন করলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন
হাকিমপুর প্রিমিয়ার লিগ "সিজন -৫" এর শুভ উদ্বোধন করছেন বাগেরহাট ২ সদর কচুয়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা সদরের হাকিমপুর স্কুল মাঠে শাহীন পল্লী মঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল যুগ্ম আহবায়ক গোলাম রাসূল তরফদার নেওয়াজ, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, খান হাফিজুর রহমান, শরিফুল ইসলাম লিটু, খানপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কবির হোসেনসহ শাহীন পল্লীমঙ্গল ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা হাজার হাজার মানুষকে একত্রিত করে। শারীরিক ও মানসিক সুস্থতা রাখতে সাহায্য করে। শৃঙ্খলা এবং সহনশীলতা শেখায়। খেলোয়াড়রা তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করে। দর্শক আনন্দ পায়। তিনি আরো বলেন আগে আমি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে খেলাধুলার মানোন্নয়ন সহ এলাকায় ব্যাপক উন্নয়ন করার ঘোষণা দেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- হাকিমপুর
- প্রিমিয়ার লিগ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: