• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

অভিনয় ছাড়ছেন আনুশকা শর্মা!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৫ পিএম
অভিনয় ছাড়ছেন আনুশকা শর্মা!

বলিউডের রুপালি পর্দার জৌলুস, ক্যামেরা আর লাইট থেকে এখন যোজন যোজন দূরে আনুশকা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে যে দাপুটে প্রত্যাবর্তনের ইঙ্গিত তিনি দিয়েছিলেন, তার ভবিষ্যৎ এখন অনেকটা অনিশ্চিত। আর সেই অনিশ্চয়তার মাঝেই যেন নিজের জীবনের নতুন গন্তব্য খুঁজে পেয়েছেন এই ‘জিরো’ অভিনেত্রী।

মাতৃত্বের অসীম সুখে মজে থাকা আনুশকা আপাতত অভিনয়ের চেয়ে ‘মা’ হিসেবে নিজের পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন। বিরাট কোহলি ও আনুশকা শর্মার দিনকাল কাটছে এখন দুই সন্তান ভামিকা ও অকায়কে ঘিরে। আসছে ফেব্রুয়ারিতে দুই বছরে পা রাখবে ছোট ছেলে অকায়।

আর বড় মেয়ে ভামিকার পাঁচ বছরের জন্মদিনেই যেন নিজের মনের আগল খুলে দিলেন অভিনেত্রী। সন্তানদের কোলাহল আর ঘরকন্যার ব্যস্ততায় আনুশকা এতটাই ডুবে আছেন যে, অভিনয় জগতে ফেরার চেয়ে মা হিসেবে গুরুদায়িত্ব পালনই তার কাছে এখন পরম পাওয়া।

সম্প্রতি ভামিকার জন্মদিনে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আনুশকা। সেখানে তিনি জানান, মাতৃত্ব তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। আনুশকা লিখেছেন, ‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।

গত দেড় বছর ধরে এ তারকা জুটি লন্ডনে থাকছেন ফটোশিকারিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে সন্তানদের আড়াল করতেই তাদের এই প্রবাস জীবন। সেখানে ঘরকন্না আর সংসারের পাশাপাশি তারা ঝুঁকেছেন আধ্যাত্মিক চর্চায়। মাঝেমধ্যেই তাদের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে দেখা যায়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন