অস্কারে এমা স্টোনের নতুন ইতিহাস, ভাঙলেন একাধিক রেকর্ড!
গত বৃহস্পতিবার ঘোষিত ২০২৬ সালের অস্কার মনোনয়নে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন হলিউড অভিনেত্রী এমা স্টোন। ‘বুগোনিয়া’ চলচ্চিত্রের জন্য প্রযোজনায় সেরা ছবি এবং অভিনয়ে সেরা অভিনেত্রী—এই দুই বিভাগে মনোনয়ন পেয়ে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙেছেন তিনি।
৩৭ বছর বয়সি এমা স্টোন অস্কারের ইতিহাসে সাতটি মনোনয়ন পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি এবং নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ। এর আগে ১৯৩৬ সালে ওয়াল্ট ডিজনি ৩৪ বছর বয়সে সাতটি মনোনয়ন অর্জন করেছিলেন। নারীদের ক্ষেত্রে এই কৃতিত্ব এতদিন ছিল মেরিল স্ট্রিপের দখলে। ১৯৮৮ সালে মেরিল স্ট্রিপ যখন সপ্তমবারের মতো মনোনীত হন তখন তার বয়স ছিল ৩৮ বছর।
একই সঙ্গে একক কোনো চলচ্চিত্রে প্রযোজনা ও অভিনয়—দুটি বিভাগেই দু’বার মনোনীত হওয়া প্রথম নারী হিসেবেও নাম লেখালেন স্টোন। এর আগে ২০২১ সালে নোমাডল্যান্ড ছবির জন্য প্রথম এই নজির গড়েন ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। স্টোন ২০২৩ সালে পুওর থিংস এবং এবার বুগোনিয়ার মাধ্যমে সেই কৃতিত্বে ভাগ বসালেন।
৯৮তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে এমা স্টোনের ঝুলিতে ছিল মোট পাঁচটি মনোনয়ন, এর মধ্যে দুই বার সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে উঠেছিল তার। ২০১৬ সালে ‘লা লা ল্যান্ড’ এবং ‘পুওর থিংস’ সিনেমার জন্য তিনি এই সম্মাননা পান। এখন পর্যন্ত অস্কারের ইতিহাসে মাত্র তিনজন নারীই তিন বা তার বেশি বার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন—ক্যাথারিন হেপবার্ন (চারবার), ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড এবং মেরিল স্ট্রিপ (তিনবার)।
উল্লেখ্য, এবার সেরা অভিনেত্রী বিভাগে এমা স্টোনের সঙ্গে আরও মনোনীত হয়েছেন জেসি বাকলি (হ্যামনেট), রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু) এবং রেনেট রেইনসভ (সেন্টিমেন্টাল ভ্যালু)।
অন্যদিকে সেরা চলচ্চিত্র বিভাগে বুগোনিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে এফ১, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু এবং সিনার্স সিনেমাগুলোর সঙ্গে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: