• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. বিনোদন

অ্যাভাটার থ্রি: বিতর্ক ছাপিয়ে বিলিয়নের ঘরে বাজিমাত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৯ পিএম
অ্যাভাটার থ্রি: বিতর্ক ছাপিয়ে বিলিয়নের ঘরে বাজিমাত

গল্প নিয়ে দর্শকদের তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ থাকলেও বক্স অফিসে রাজত্ব করছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি। মুক্তির মাত্র ১৮ দিনেই বিশ্বজুড়ে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গত ১৯ ডিসেম্বর মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩০ লাখ ডলারে। 

বক্স অফিস সূত্রের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারিয়েটির প্রতিবেদনে বলা হয়েছে, ১০৮ কোটি ডলার আয়ের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার থেকে এসেছে ৩০ কোটি ৬০ লাখ ডলার। বাকি ৭৭ কোটি ৭০ লাখ ডলার আয় হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে। 

আন্তর্জাতিক আয়ের ক্ষেত্রে বরাবরের মতো শীর্ষে রয়েছে চীন (১৩ কোটি ৮০ লাখ ডলার), ফ্রান্স (৮ কোটি ১০ লাখ ডলার) এবং জার্মানি (৬ কোটি ৪০ লাখ ডলার)। তবে আগের দুটি সিনেমার তুলনায় এটি কিছুটা ধীরগতিতে বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে। ২০১২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ১৪ দিনে এবং ২০০৯ সালের ‘অ্যাভাটার’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল।

২০২৫ সালে ডিজনির তৃতীয় সিনেমা হিসেবে বিলিয়ন ডলারের রেকর্ড গড়ল ‘অ্যাভাটার থ্রি’। এর আগে ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ‘জুটোপিয়া টু’ এই মাইলফলক ছুঁয়েছিল। আয়ের দিক থেকে রেকর্ড গড়লেও দর্শকদের একটি বড় অংশ সিনেমাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ৩ ঘণ্টা ১৭ মিনিটের দীর্ঘ ব্যাপ্তি এবং দুর্বল সংলাপের কারণে অনেক দর্শক একে ‘সময়ের অপচয়’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি কেউ কেউ একে ‘৪০০ মিলিয়ন ডলারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ বলে উপহাস করেছেন। প্রেক্ষাগৃহ থেকে দর্শকেরা বেরিয়ে পড়েছেন বলেও খবর পাওয়া গেছে।

জেমস ক্যামেরনের হাত ধরে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি ২.৯ বিলিয়ন ডলার এবং দ্বিতীয়টি ২.৩ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল। তৃতীয় কিস্তিটিও ২ বিলিয়ন ডলারের গণ্ডি পার করতে পারবে কি না, তা এখন নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের দর্শক চাহিদার ওপর। সিনেমাটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন।

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন