আত্রাইয়ে গণভোট বিষয়ক অবহিতকরণ ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয় সভা উপলক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ গণভোট বিষয়ক অবহিতকরণ ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মাযহারুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো.আলাউল ইসলাম ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নূরে আলম সিদ্দিক, সহকারী নির্বাচন অফিসার মো.ইমরান হাসান,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো.রবিউল হাসান ও তারিক ইকবান সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: