আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে সহায়তা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোর্শেদা বেগম মৌ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মোঃ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অপু সরোয়ার, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, একজন আমেরিকান ফরেনার উইলিয়াম হেরি শাস্ত্রীক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সেলিম, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বাচ্চু এবং সংগঠনের শতাধিক কর্মকর্তা-কর্মী ও স্থানীয় বিশিষ্টজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বরিশাল বেতারের সংবাদ পাঠিকা রুখসানা আরা ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অগ্রগতিতে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব। মানবিক সমাজ গঠনে সরকারি ও বেসরকারি উদ্যোগকে সমন্বিত করতে হবে। এসময় জেলা শাখার পক্ষ থেকে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার, ক্রাচ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২টি হুইল চেয়ার, হাটা চলার জন্য একটি ক্রেজ, মানসিক অসুস্থ প্রতিবন্ধীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপস্থিত সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হক বলেন,
“মানবাধিকার শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, তা বাস্তবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজকের এই উদ্যোগ সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।”
![]()
![]()
ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান বলেন,
“দেশের প্রতিটি জেলায় এমন কার্যক্রম চালিয়ে যেতে চাই, যাতে কোনো প্রতিবন্ধী বা অসহায় মানুষ অবহেলিত না থাকে।”
প্রবাসে মৃত্যুবরণ করা প্রবাসীর মৃত্যু দেহ ৭ দিনের মধ্যে দেশে আনার জন্য রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানিয়েছেন। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা বলেন,
“মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবতার সেবাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম।”
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা দেশের প্রবাসী ও মানবাধিকার কর্মীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: