আলফাডাঙ্গায় ভূয়া চিকিৎসক আটক তিন মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় একজন ভূয়া চিকিৎসককে আটক করে সাজা দেওয়া হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গায়, ডা. জাহিদুল ইসলাম নামে একজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে প্রশাসন। যিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। অবশেষে সাংবাদিকদের অনুসন্ধানে ধরা পড়লেন এই ভূয়া ডাক্তার।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই ভূয়া চিকিৎসক জাহিদুল ইসলাম (৩০) কে আটক করা হয় এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. রায়হানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের মৃত লুলু শেখের ছেলে। তিনি পুরাতন বাস স্ট্যান্ড জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিসের সামনে ভাড়া ঘরে ‘চেম্বার’ খুলে পইলস ও পলিপাস চিকিৎসার নামে রোগী দেখতেন। স্থানীয়দের অভিযোগ, তিনি শুধু আলফাডাঙ্গাতে নয়, পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও চেম্বার খুলে “ডাক্তার জাহিদ” পরিচয়ে চিকিৎসা দিতেন।
স্থানীয়দের অভিযোগ পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে জাহিদুল প্রথমে দৌড়ে পালিয়ে যায়। পরে সাংবাদিকরা নিজেদের পরিচয় দিলে ফিরে এসে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন।
সংবাদকর্মীরা অনুসন্ধান করে নিশ্চিত হয় জাহিদ একজন ভূয়া চিকিৎসক, তার কোনো চিকিৎসা ডিগ্রি বা কোন সনদ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রেসক্লাবের সভাপতি আপেল ফোনে সহকারী কমিশনার (ভূমি) এ.কে. এম. রায়হানুর রহমানকে জানান। প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কাগজপত্র যাচাই করে প্রতারণার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়।
তবে শাস্তি ঘোষণার আগে জাহিদুল ইসলাম ফোনে যোগাযোগ করেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের এক কর্মকর্তার সঙ্গে। জানা গেছে, ওই সাংবাদিকের সঙ্গে জাহিদুল পূর্বপরিচিত এবং তিনি ফোনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে অভিযুক্তের পক্ষে সুপারিশের চেষ্টা করেন।
সহকারী কমিশনার (ভূমি) এ.কে. এম. রায়হানুর রহমান বলেন, “একজন ভুয়া চিকিৎসক মানুষের জীবন নিয়ে খেলা করছিলেন, এটা ভয়ংকর প্রতারণা। সাংবাদিকদের ভূমিকার কারণেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। কাউকে সুপারিশে ছাড় দেওয়া হবে না।”
অভিযানের সময় জাহিদুলের কাছ থেকে প্রেসক্রিপশন প্যাড, ওষুধের নমুনা ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলেছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আলফাডাঙ্গা
- ভূয়া চিকিৎসক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: