আলফাডাঙ্গায় সদ্য ঘোষিত বিএনপির কমিটিকে অবৈধ ঘোষনা বিক্ষোভ মিছিল
আলফাডাঙ্গায় নব নির্বাচিত কমিটিকে অবৈধ ঘোষনা করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একটি অংশ ।
সম্প্রতি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নব নির্বাচিত কমিটির তালিকা ঘোষনা করা হয়। সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ ঘোষণা করে জাতীয়তাবাদী কৃষকদলের সহ সভাপতি, সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এবং খোন্দকার নাসিরুল ইসলামকে আলফাডাঙ্গায় অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে । বিক্ষোভকারীরা অবিলম্বে কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষনার জোর দাবী করেন।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলা বিএনপির একাংশের নেতা ঝুনু মিয়া গ্রুপের পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করে পদ বঞ্চিতরা।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম খোসবুর রহমান খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ঝুনু গ্রুপের নেতা খোকন অভিযোগ করে বলেন, উপজেলা ও পৌর বিএনপির অনেক ত্যাগী নেতা কর্মি থাকতে আওয়ামীগ যুবলীগের কর্মিদের নিয়ে কমিটি ঘোষনা করা হয়েছে। এই কমিটি সম্পূর্ণ অবৈধ, আলফাডাঙ্গাবাসী তা মানবে বলে তিনি জানান।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আলফাডাঙ্গা
- বিক্ষোভ মিছিল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: