আসামি জামিন করাতে বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
বরগুনার পাথরঘাটা চৌকি আদালতে বিচারাধীন একটি সিআর মামলার আসামির জামিন নিতে গিয়ে বিচারকের খাস কামরায় ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালালকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ খাস কামরায় অবস্থানকালে অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করেন এসআই শাহরিয়ার জালাল। তিনি আদালতের সিআর ৭৮০/২৩ নম্বর মামলার কাগজ দেখিয়ে আসামি মো. রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন।
এসময় তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং জামিন দিয়ে রিকল আদেশের ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।
ম্যাজিস্ট্রেট ওই অনুরোধকে বেআইনি তদবির হিসেবে বিবেচনা করেন এবং এতে বিব্রত বোধ করেন।
অভিযোগ রয়েছে, এসময় ম্যাজিস্ট্রেটকে প্রভাবিত করার উদ্দেশ্যে ঘুষ হিসেবে টাকা দেওয়ার চেষ্টা করেন এসআই শাহরিয়ার। বিষয়টি কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণেই এসআই শাহরিয়ার জালালকে আটক করা হয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার ও পাথরঘাটা থানার ওসি বিষয়টি বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদাকে অবহিত করেন। পরে জেলা পুলিশ সুপারের অনুরোধে বিভাগীয় মামলা দায়েরের শর্তে সোমবার বিকেল ৫টার দিকে মুচলেকার মাধ্যমে এসআই শাহরিয়ার জালালকে পাথরঘাটা থানার ওসির জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পাথরঘাটা থানার ওসি মংচিনলা বলেন, ‘বিচারক অর্ডার শিটে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট এসআইয়ের মধ্যে।
এর বেশি কিছু বলার নেই। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী আইনগত ও বিভাগীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।’
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আসামি
- জামিন
- বিচারককে ঘুষ
- এসআই
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: