ই-সিগারেটের ভাগাভাগি মেনিনজাইটিসের ঝুঁকি বাড়ায়

সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন উৎসবে মানুষ একসঙ্গে সময় কাটায়। মানুষ আড্ডা দিতেও কাছাকাছি থাকে। এসব ক্ষেত্রে অনেকেই ই-সিগারেট এবং পানীয় নিয়ে থাকেন। পাশের জনের সঙ্গে এসব ভাগাভাগি করাও সাধারণ বিষয়।


তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভ্যাপস (ই-সিগারেট) এবং পানীয় ভাগাভাগি করা মেনিনজাইটিসসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়।
অ্যাস্টার সিএমআই হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং মৃগীরোগ চিকিৎসার প্রধান ডা. কেনি রবীশ রাজীব বলেন, এ ধরনের পরিস্থিতিতে একজন আরেকজনের লালার সংস্পর্শে আসার সম্ভাবনা বেড়ে যায়। কিছু নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া সংক্রমিত ব্যক্তির লালার সঙ্গে সরাসরি মিশে নতুন কাউকে সংক্রমিত করতে পারে।
মেনিনজাইটিস কী?
ভারতের মনিপাল হাসপাতালের কনসালট্যান্ট নিউরোলজি ডা. পারুল দুবে বলেন, মেনিনজাইটিস মানে মস্তিষ্কের পর্দার সংক্রমণ।
এর ফলে জ্বর, মাথাব্যথা, বমি, খিঁচুনি (যখন মস্তিষ্কের টিস্যুও সংক্রামিত হয়) এবং আরও অনেক গুরুতর স্নায়বিক লক্ষণ এবং উপসর্গ প্রকাশ পায়। তিনি আরো বলেন, মেনিনজাইটিসের জন্য দায়ী সাধারণ ব্যাকটেরিয়াগুলো হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নেইসেরিয়া মেনিনজিটিডিস ইত্যাদি। এ ছাড়া যক্ষ্মার ব্যাকটেরিয়াও মেনিনজাইটিসের কারণ হতে পারে। ভাইরাস, ছত্রাক এবং পরজীবীও মস্তিষ্কের সংক্রমণ করে।
সামাজিক অনুষ্ঠান বা ঘনিষ্ঠ পরিবেশে ভ্যাপস (ই-সিগারেট) এবং পানীয় ভাগাভাগি করার ক্ষেত্রে চিকিৎসকরা সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মেনিনজাইটিস
- ই-সিগারেট
- সংক্রামক রোগ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: