ইউএনও আরিফুজ্জামান এর প্রচেষ্টায় বদলে গেছে মহাদেবপুর অফিস পাড়া
নওগাঁর মহাদেবপুর উপজেলারৃ মানবিক ইউএনও মো. আরিফুজ্জামান এর প্রচেষ্টায় বদলে গেছে অফিস পাড়া তথা উপজেলা পরিষদ চত্ত্বর। উপজেলা চত্তরের যেখানে চোখ পড়ে সেখানেই সৌন্দর্যের রূপ ভেসে ওঠে।
এক সময় জরাজীর্ণ অবস্থায় ছিলো এই অফিস পাড়া। ইউএনও মো.আরিফুজ্জামান যোগদান এরপর থেকেই পাল্টে যায় মহাদেবপুরের প্রেক্ষাপট। তাঁর প্রচেষ্টায় উল্লেখযোগ্য উপজেলা চত্বরে শিশু পার্ক,থানা মোড়ের জিয়া শিশু পার্ক,বগের মোড়,মাছের মোড়ে প্রাণ ফিরে পেয়েছে ওইসব দৃষ্টিনন্দন ফোয়ারাগুলো।
শুধু তাই নয়, উপজেলা চত্বর যেন সৌন্দর্যের প্রতিযোগিতায় মেতে উঠেছে। তাঁর প্রচেষ্টায় পরিষদের প্রতিটি কার্যালয়ে লেগেছে আধুনিকতার ছোঁয়া পাল্টে গেছে পরিষদ চত্ত্বরের পরিবেশ,এতে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ফিরেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। তাঁর সর্বোচ্চ মেধাশক্তি ও শ্রম দিয়ে উপজেলার জনসাধারণের জীবন মানোন্নয়নে নিরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও তিনি উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সরকারী অফিস সময় ও নিয়ম-নীতি মেনে অফিস করার তাগিদ দিয়েছেন। এতে কমেছে অফিস ফাঁকি বেড়েছে সেবার মান। ফলে সকল দপ্তরে বন্ধ হয়েছে হয়রানি। সেবা প্রার্থীরা সহজেই সকল দপ্তর থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম রাব্বানী বলেন, ইউএনও অত্যন্ত মেধাসম্পূর্ণ দক্ষ ও সাদা মনের মানুষ। তিনি সব সময় সকল কর্মকর্তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে সঠিক কাজ বুঝে নেন।
এবিষয়ে ইউএনও মো. আরিফুজ্জামান জানান, তিনি প্রজান্ত্রের একজন কর্মচারী হিসেবে জনগণের সেবা করতে চান। তিনি বলেন, যতোদিন এ'উপজেলায় থাকবো ততোদিন সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে থেকে সেবা করে যাওয়ার চেষ্টা করবো। আর এই জন্য তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: