ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজারের বেশি, দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার
ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, তারা মোট ৩ হাজার ৯০ জনের মৃত্যু নিশ্চিত করেছে, যার মধ্যে ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী। সংস্থাটি জানায়, নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযানের ফলে আপাতত বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমে আরো গ্রেপ্তারের খবর প্রকাশ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলা তেহরানের কয়েকজন বাসিন্দা জানান, গত চার দিন ধরে রাজধানী তুলনামূলকভাবে শান্ত রয়েছে। শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও বৃহস্পতিবার ও শুক্রবার বড় কোনো বিক্ষোভ হয়নি। নিরাপত্তাজনিত কারণে তারা পরিচয় প্রকাশ করতে চাননি। কাস্পিয়ান সাগরসংলগ্ন উত্তরাঞ্চলের এক শহরের বাসিন্দাও জানান, সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।
গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা ব্যাপক আন্দোলনে রূপ নেয় এবং ইসলামি প্রজাতন্ত্রে ধর্মীয় শাসনের অবসানের দাবিও ওঠে। গত সপ্তাহের শেষ দিকে সহিংসতা চরম আকার ধারণ করে। বিরোধী দল ও এক ইরানি কর্মকর্তার তথ্য অনুযায়ী, এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা।
এদিকে প্রায় ৮ দিন বা ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর ইরানে ইন্টারনেট সংযোগে সামান্য উন্নতি দেখা গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, সংযোগ স্বাভাবিক সময়ের মাত্র ২ শতাংশ পর্যায়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা ইরান বাতিল করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘নির্ধারিত সব ফাঁসি বাতিল করা হয়েছে।’
তবে ইরান সরকার এ ধরনের কোনো মৃত্যুদণ্ডের পরিকল্পনা বা বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ইরান থেকে ফিরে আসা ভারতীয় শিক্ষার্থী ও তীর্থযাত্রীরা জানান, তারা সেখানে অবস্থানকালে মূলত আবাসনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের মেডিক্যাল শিক্ষার্থী জেড সাইয়েদা বলেন, ‘আমরা শুধু সহিংস বিক্ষোভের গল্পই শুনেছি। একবার একজন জ্বলন্ত লাঠি হাতে আমাদের গাড়ির সামনে এসে চিৎকার করতে থাকে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে এবং ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: