• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কয়রায় স্কুল ও মাদ্রাসার শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৯ পিএম
কয়রায় স্কুল ও মাদ্রাসার শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪ তম স্কুল ও মাদ্রাসার শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার (৭ জানুয়ারি)  সকাল ১০ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফায়ার উপজেলা সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ মোহসিন আলী।

এ সময় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দীপক কুমার মিস্ত্রি, বিএম আঃ রাজ্জাক, শিক্ষক মেসবাহ উদ্দিন প্রমুখ। প্রতিযোহিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন