খানসামায় এইচএসসিতে মেয়েদের জয়জয়কার; শীর্ষে জমিরউদ্দিন শাহ্ বালিকা স্কুল এন্ড কলেজ

দিনাজপুরের খানসামা উপজেলার জমির উদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সদ্য প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সারা দেশব্যাপী ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে জানা গেছে, কলেজটির মোট পাসের হার ৭২.১৪ শতাংশ, যার মধ্যে মানবিক বিভাগ থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সর্বাধিক জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সাফল্যে আনন্দিত। শিক্ষকরা জানিয়েছেন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের যত্নশীল প্রস্তুতি এবং অভিভাবকদের সহযোগিতা এই সাফল্যের মূল চাবিকাঠি। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা, যেখানে অনেকে সফল শিক্ষার্থীদের প্রশংসা জানাচ্ছেন।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহরিয়ার জামান শাহ্ নিপুন বলেন, “বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে মোট ১৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১০১ জন পাস করেছে এবং ৪৫ জন অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীদের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আগামীতেও আরও ভালো ফলাফলের প্রত্যাশা করি।”
এ ছাড়াও তিনি অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তারা যেন হতাশ না হয়। শিক্ষা একটি চলমান যাত্রা—অধ্যবসায় ও মনোযোগই সাফল্যের মূল চাবিকাঠি।”


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: