গাজীপুরে মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় যা বলছে পুলিশ

গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় তিন হিন্দু যুবকের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। সম্প্রতি ধর্ষণের ঘটনাটিকে সাম্প্রদায়িকতা আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে দেখা গেছে।


শনিবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ। এতে বলা হয়েছে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ১৩ বছর বয়সী ওই মেয়ের সঙ্গে একই এলাকার জয় কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল।
মেয়েটি ইতিপূর্বে দুইবার জয় কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে। গত ২০ আগস্ট মেয়েটি পুনরায় ওই যুবকের সাথে পালিয়ে যায় এবং ২ দিন পর বাসায় ফিরে আসে।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর মেয়ের মা মোছা. শিউলি বেগম তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার আসামি জয় কুমার দাস ও তার অপর সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে।
তদন্ত চলমান। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য বয়ানে প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নেই।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- গাজীপুর
- মাদরাসাছাত্রী
- ধর্ষণ
- পুলিশ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: