• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ অনেকে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৩১ পিএম
চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ অনেকে

বন্দর নগরী চট্টগ্রামে ব্যানার টাঙানো নিয়ে গোলাগুলিতে সাজ্জাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পথচারী, অটোরিকশা চালকসহ আধা ডজনের বেশী মানুষ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, রাতে বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি হয়।

সেখানে সাজ্জাদ নামে একজন মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় যুবদল নেতা এমদাদুল হক বাদশা বলেন, পটিয়ার তাঁতিলীগের এক নেতা শহরে এসে বিএনপির নামে ব্যানার টাঙিয়েছে। এটা নিয়েই ঝামেলা।

এতে আমাদের সাজ্জাদ মারা গেছে। আধা ডজনের বেশী মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নিহত সাজ্জাদের পিতা নিজেকে বিএনপির কর্মী দাবী করে ছেলে হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন। রাত ৩টায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় আহাজারি করতে দেখা গেছে।

আহাজারি করে তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলো বিএনপি করে। যারা আমার ছেলেকে মেরেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন