জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আত্ম-অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠা
"প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”প্রতিপাদ্যকে সামনে রেখে, লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আত্ম-অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, লালমনিরহাটের আয়োজনে,শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা পরিষদ পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়, লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ ফজলুল হকর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
বিশেষ অতিথি লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম।
স্থানীয় বে-সরকারি উন্নয়ন সহযোগি সংস্থাসমূহ, লালমনিরহাটের সহযোগিতায়,উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম,সমাজসেবা অফিসার (রেজিঃ) সুকান্ত সরকার,সদর উপজেলা কর্মকর্তা লায়লা আক্তার সহ জেলা ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড,অনুদানের চেক,উপহার সামগ্রী বিতরণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: