ঝিনাইগাতীর ইউএনও’র হস্তক্ষেপে দীর্ঘদিনের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেলেন সাধারণ মানুষ!
.jpg.webp)
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে ব্রয়লার মুরগি দোকানের সঙ্গেই বিভিন্ন খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকায়, দুর্গন্ধ ও ছিটকে পড়া বর্জ্যে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে সাধারণ মানুষ! ফলে খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্রেতা বিক্রেতাগণ দীর্ঘদিন যাবৎ দুর্গন্ধে ভোগান্তি পোহাচ্ছিলেন।


খাদ্যপণ্যের দোকানের সঙ্গেই ব্রয়লার মুরগির দোকান স্থানান্তরের জন্য দীর্ঘ দিন যাবৎ ক্রেতা বিক্রেতাদের দাবি ও অভিযোগে ব্রয়লার মুরগি দোকান স্থানান্তর করার জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল। তিনি ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে ব্রয়লার মুরগী বিক্রেতাদের দোকানগুলো বাজারের এক শেড ঘর নির্মাণ করে সেখানে স্থানান্তর করেন। ফলে বাজারের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরে আসায় তিনি প্রসংশীত হন।
বাজারের খাদ্যপণ্যের ব্যবসায়ীরা প্রতিনিধিকে জানান , একই জায়গায় খাদ্যপণ্যের ও ব্রয়লার মুরগীর দোকান থাকায় দুর্গন্ধে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি ইউএনও মোঃ আশরাফুল আলম বয়লার মুরগির দোকানগুলো অন্যত্র সরিয়ে দেয়ায় জনস্বাস্থ্য হুমকি থেকে রক্ষা পেলো।
উপজেলা সদরবাসী বলেন, বাজার ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মুরগীর বাজার স্থানান্তর করার উদ্যোগকে সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন বাজার বাসী।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ আশরাফুল আলম রাসেল প্রতিনিধিকে বলেন, বাজারের পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব। জনস্বার্থে সবসময়ই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: