ডা: ইকরামুল বারী টিপুর বিকল্প বিএনপির কাছে দেখতে চাই না মান্দা বাসী
জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা না হলেও সারা দেশের সাথে তাল মিলিয়ে নওগাঁর মান্দা উপজেলাতেও বেজে উঠেছে নির্বাচনী ডামাডোল।
সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারীতে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে মান্দাতেও চলছে কে কোন দলের কে হচ্ছেন প্রার্থী এই নিয়ে মুখরোচক আলোচনা। সে আলোকে চলছে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই। কে কোন আসনের এমপি প্রার্থী হচ্ছেন এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
সারা দেশের ন্যায় নওগাঁর সব সংসদীয় আসন নিয়ে চলছে নানান মুখরোচক আলোচনা-সমালোচনা। তবে অন্যান্য আসনের চেয়ে মুল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নওগাঁ-৪ মান্দা আসন। ইতিমধ্যে জামায়াতে ইসলামী এ আসনে প্রার্থী চুড়ান্ত করেছে আব্দুর রাকিবকে। আর বড় দল বিএনপিসহ অন্য দলের প্রার্থী এ আসনে এখনো মনোনিত হয়নি।
কিন্তুু মান্দার সব অঞ্চলের সাধারন ভোটারেরা মনে করে ডা: ইকরামুল বারী টিপু র প্রতি আস্থা রাখবে বিএনপির হাই কমান্ড। এবার আসন থেকে বিএনপির সম্ভব্য যে ক’জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছেন বা প্রত্যাশা করছেন তাদের মধ্যে মান্দা উপজেলার বিএনপির সাবেক সাধারন সম্পাদক মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: ইকরামুল বারী টিপুর বিকল্প দেখছে না এবারের মতো মান্দা বাসী। তাকেই দেখতে চাই মান্দার নির্যাতিত ভোটারেরা।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ডা: ইকরামুল বারী
- বিএনপি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: