• ঢাকা
  • শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঢাবিতে ভাষা-সাহিত্য উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড প্রদান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৭ পিএম
ঢাবিতে ভাষা-সাহিত্য উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা ও সাহিত্য উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার এবং ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে এ আয়োজন করে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইসিএলআরডিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের লিঙ্গুইস্টিক্স ইউনিট।

‘ইন্টারন্যাশনাল সেমিনার এন্ড ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড সেরেমনি'  শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক (মহাপরিচালক) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের সৃজনশীল ও একাডেমিক আয়োজন বাংলাদেশের মেধাকে বিশ্বপরিসরে তুলে ধরার সুযোগ তৈরি করছে।

বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মাজিদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নেছার ইউ আহমেদ।

‘ইমপ্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অন এনরিচিং মাইন্ডস এন্ড ইন্সপাইরিং লাইভস' শীর্ষক সেমিনারে কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. নেছার ইউ আহমেদ ও চীনের ভাষা শিক্ষক মিস লিউ ওয়েনলি। সেমিনারে ভাষা ও সাহিত্যের মাধ্যমে মানবমন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক যোগাযোগের ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মিস লিউ ওয়েনলি বাংলা ভাষায় গান পরিবেশন করেন। তাঁর পরিবেশনায় বাংলা ও চীনা ভাষার সাংস্কৃতিক সংযোগ দর্শকদের মনোযোগ কাড়ে।
স্বাগত বক্তব্যে আইসিএলআরডিসি-এর মহাসচিব অধ্যাপক লুৎফর রহমান জয় বলেন, বিশ্বব্যাপী মেধাবী ও সৃজনশীল মানুষদের যুক্ত করে একটি আন্তর্জাতিক গবেষণা ও সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনসহ বিভিন্ন দেশের ভাষা, সাহিত্য, গবেষণা, শিক্ষা ও সৃজনশীল শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ৫০ জন গুণীজনকে সম্মাননা ও ফেলোশিপ প্রদান করা হয়।
এর মধ্যে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে  জনপ্রিয় 'চিত্ত মিডিয়া'র কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা, চিত্রনায়ক আমান রেজা,গীতিকার ও কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী,মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ফয়জুল ইসলাম,অ্যাডভোকেট কাজী আবদুস সালাম প্রমুখ ।  

চিত্রনায়ক আমান রেজা বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের সিনেমা ও পারফর্মিং আর্টসকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে সহায়ক হবে।  

গীতিকার ও কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, আন্তর্জাতিক এ সম্মাননা তাঁর কাজের গুরুত্বকে আরও দৃঢ় করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী ও দেশীয় বাংলাদেশিদের মধ্যে বৈশ্বিক সহযোগিতার নতুন পথ খুলে দিচ্ছে।

আয়োজকেরা জানান, ফেলোশিপপ্রাপ্তরা ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ পাবেন।

দৈনিক পুনরুত্থান / বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন