• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক অর্জনে এনসিপির আনন্দ মিছিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৫৯ পিএম
নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক অর্জনে এনসিপির আনন্দ মিছিল

নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের মিরপুর বিভাগের নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মিরপুর জার্মান টেকনিক্যাল থেকে ঘুরে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।

এসময় ‘শাপলা শাপলা’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’, ‘এনসিপির মার্কা শাপলা, শাপলা’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করেছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ পেয়েছে। এ নিবন্ধন ও প্রতীক প্রাপ্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর জোন আনন্দ মিছিলের আয়োজন করেছে।

তিনি আরও বলেন, ঢাকার বিভিন্ন আসনে শিগগিরই আমাদের প্রার্থিতা ঘোষণা করা হবে। এর মাধ্যমে এনসিপির মার্কা ও প্রার্থীরা এলাকার জনগণের মধ্যে পরিচিতি পাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন