• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নির্বাচন থেকে সরে গেলেন বাবরের স্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫০ পিএম
নির্বাচন থেকে সরে গেলেন বাবরের স্ত্রী

নেত্রকোনা-৪ আসনে অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান। শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীর পক্ষে তার সমর্থনকারী মির্জা মুকুল আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

তাহমিনা জামান একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী হিসেবে লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে তার স্ত্রী তাহমিনা জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

জানা গেছে, তাহমিনা জামান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছিলেন। এবারের নির্বাচনের শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তাহমিনা জামান প্রার্থিতা প্রত্যাহার করায় নেত্রকোনা-৪ আসনে এখন ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনার হাওরাঞ্চলের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী- এই তিনটি উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ সংসদীয় আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।

এরমধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ৩১৩ জন, নারী ১ লাখ ৮৪ হাজার ৯৮২ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ১৩ জন ভোটার।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন