• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নেতৃত্বে নারীর ভূমিকা ও ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ বলেন আসমা আজিজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৩৮ পিএম
নেতৃত্বে নারীর ভূমিকা ও ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ বলেন আসমা আজিজ

বরগুনা-১ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ। দেশের চলমান রাজনীতি পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারী নেতৃত্ব নিয়ে কথা বলেছেন তিনি।

আসমা আজিজ একজন নারী হয়েও বিএনপির রাজনীতিতে সক্রিয় একজন ব্যক্তি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন প্রকার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।বরগুনা ১ আসনের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ চালাচ্ছেন।

রাজনীতিতে নারীর নেতৃত্বে ও ক্ষমতায়ন সম্পর্কে তিনি বলেন, “নেতৃত্বে নারীর ভূমিকা ও নারীর ক্ষমতায়ন।” এই বিষয়টি শুধু একটি সামাজিক আলোচনার বিষয় নয়, এটি মানবাধিকার, উন্নয়ন ও ন্যায়ের প্রশ্ন। আমরা জানি, নারী জাতি কোনো সহযোগী শক্তি নয়—নারী হলো সমাজের সমান অর্ধেক অংশ।

কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন ধরে নারীকে নেতৃত্ব থেকে দূরে রাখা হয়েছে সামাজিক কুসংস্কার, বৈষম্য ও সুযোগের ঘাটতির কারণে। অথচ ইতিহাস সাক্ষী—যখনই নারী নেতৃত্বের সুযোগ পেয়েছে, তখনই সমাজ, রাষ্ট্র ও বিশ্ব নতুন দিগন্তে পৌঁছেছে। বাংলাদেশের কথাই ধরি—এ দেশই প্রমাণ করেছে নারী নেতৃত্ব শুধু প্রয়োজনীয় নয়, কার্যকর ও সফলও। দেশনেত্রী বেগম খলেদা জিয়া তার উৎকৃষ্ট প্রমান , রাজনৈতিক দলের নারীনেত্রীর দীর্ঘ নেতৃত্ব, স্পিকার, মন্ত্রী, বিচারপতি থেকে শুরু করে সেনাবাহিনী, বিমানবাহিনী—সবখানেই আজ নারীর নেতৃত্ব দৃশ্যমান।

কিন্তু প্রশ্ন হলো—এত কিছুর পরও নারীর ক্ষমতায়নের যাত্রা কি সম্পূর্ণ? উত্তর—না। কারণ এখনো গ্রামের শত শত মেয়েশিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, কর্মক্ষেত্রে নারীরা সমান বেতন পায় না, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ পর্যাপ্ত নয়, অনেক নারী ভুক্তভোগী হন সহিংসতা ও হয়রানির।

তাই শুধু নারী উন্নয়ন নয়—এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত নারীর ক্ষমতায়ন। এলাকার একাধিক মানুষ বলেছেন আমাদের বরগুনার রাজনীতিতে নারী নেতৃত্বের আইডল আসমা আজিজ। এবারে নির্বাচনে আমরা আসমা আজিজ কে এমপি পদ প্রার্থী হিসেবে চাই। তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান মানুষ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন