পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুয়া রিসিভ দিয়ে রোগীর কাছে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে রোগীর কাছে ভুয়া রিসিভ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল স্টাফের বিরুদ্ধে।
সোমবার (১২ জানুয়ারি) প্লাস্টিক কারখানা দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন আশিক (১৮) নামে এক ব্যাক্তি। সে তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মামুনের ছেলে। এসময় হাসপাতালে জরুরি বিভাগে সহায়ক রাজন একটি ভুয়া রিসিভ দিয়ে পঁচিশ শত টাকা হাতিয়ে নেন।
রোগীর স্বজনরা জানান, জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর রাজন নামে এক ব্যাক্তি হাসপাতালের স্টাফ পরিচয়ে একটি রিসিভ ধরিয়ে দিয়ে পঁচিশ শত টাকা নেন। পরবর্তীতে রোগীর অনান্য স্বজনরা হাসপাতালে এসে টাকার নেওয়ার বিষয়টি জানতে চাইলে পরিস্থিতি আচঁ করতে পেরে টাকা ফেরত দিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন হাসপাতালের ওই স্টাফ।
বিষয়টি জানার জন্য তার সাথে মুঠোফোনে যোগাযোগে করা হলে সাংবাদিক পরিচয় দিতেই ফোন কেটে দেন অভিযুক্ত রাজন।
এবিষয়ে পঞ্চগড় সদর হাসপাতালের আর এম ও মাসুদ হাসান জানান, আজকে আসিক নামে এক রোগী অভিযোগ করেন রাজন ইমারজেন্সি কিছু কাজের বিনিময়ে তাঁর কাছে ২৫০০ টাকা নিয়েছে এবং বিল ভাউচার করেছে, এবং পরবর্তীতে টাকাও ফেরত দিয়েছে এবং বিল ভাউচারটা ছিড়ে দিয়েছে এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। যেহেতু আমরা অভিযোগ পেয়েছি আগামীকাল কার্যদিবসে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে সে যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই তার বিরুদ্ধে অফিশিয়াল ব্যাবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: