পঞ্চগড়ে এক সঙ্গে তিন জমজ শিশুর জন্ম দিলেন গৃহবধূ
রবিবার (৪ জানুয়ারি) পঞ্চগড়ের একটি বেসরকারি ক্লিনিকে শিউলি আক্তার নামে এক প্রসূতি এক সঙ্গে তিন সন্তান প্রসব করেন।তিনি ডেতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের যোগীগছ ইউনিয়নের কাপর ব্যাবসায়ী রুবেল ইসলামের স্ত্রী।
সন্তান সম্ভাবা শিউলি আক্তারের প্রসব বেদনা উঠলে শনিবার রাতে পঞ্চগড় জেলা শহরের দেশ ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। রবিবার দুপরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সুস্থ নবজাতকের জন্ম হয়। তিন নবজাতকের দুই ছেলে ও এক মেয়ে। শিউলীর স্বামী রুবেল ইসলাম জানান, আমাদের চার বছর আগে বিয়ে হয়,গত বিশ মাস আগে তিনটা বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চাগুলো বাঁচানো সম্ভব হয়নি।
তাই আমরা আগে থেকে চিকিৎসকের পরামর্শে চলছিাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মা-সন্তান সুস্থ আছেন।এদিকে তিন সন্তান প্রসবের পর মা- সন্তান সুস্থ থাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আত্মীয় স্বজনদের মাঝে। তিন নবজাতক ও প্রসূতি ঐ নারী সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: