পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক
পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (০৯জানুয়ারী) পঞ্চগড় সদর উপজেলার ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক পরীক্ষার্থীর নাম মোছাঃ রুবিনা খাতুন। পঞ্চগড় সদর উপজেলার দাফাদার পাড়া গ্রামের মাহবুর রহমানের স্ত্রী।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, যা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষায় অনিয়ম বা অসদুপায়ের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে, নিয়ম অনুযায়ী আমি বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পঞ্চগড় সদর থানায় অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম জানান, একজন পরীক্ষার্থীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে, তার বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: