পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ
পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবীসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে লাঠিচার্জ সেনাবাহিনীর।
রবিবার (১১ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের করতোয়া ব্রিজের সামনে পঞ্চগড়- ঠাকুরগাঁও মহাসড়কে বাংলাদেশ পন্থী শীক্ষার্থীবৃন্দের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে মহাসড়কে অবরোধ করে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবীতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।এসময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়, একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেন।
এতে বৈষম্য বিরোধী পঞ্চগড় জেলা আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, “হাদি হত্যার বিচার চাওয়াই যদি অপরাধ হয়, তবে আমরা সেই অপরাধ করতেই থাকবো। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পঞ্চগড়
- হাদি হত্যা
- লাঠিচার্জ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: