• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পরীক্ষায় নকল : খোলাহাটি ডিগ্রি কলেজ কেন্দ্র বাতিল, কর্মকর্তা বরখাস্ত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম
পরীক্ষায় নকল : খোলাহাটি ডিগ্রি কলেজ কেন্দ্র বাতিল, কর্মকর্তা বরখাস্ত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি ডিগ্রি কলেজে প্রকাশ্যে নকলের অভিযোগে পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। একইসঙ্গে এ বিষয়ে দায়িত্বে অবহেলার জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও যুগ্ম আঞ্চলিক পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের বিএ ও বিএসএস প্রোগ্রামের ইসলামিক স্টাডিজ–৪ বিষয়ের পরীক্ষা চলার সময় এমন ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার কারণে এ কেন্দ্রে অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবে কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে খোলাহাটি ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করে এর পরিবর্তে পার্বতীপুর সরকারি কলেজকে নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাউবির দিনাজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও যুগ্ম আঞ্চলিক পরিচালক তপন কুমার মহন্তকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে ঘটনা তদন্তে স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ মণ্ডলকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে খোলাহাটি ডিগ্রি কলেজ কেন্দ্রের সমন্বয়কারীর বিরুদ্ধেও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাউবি।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কখনোই পরীক্ষায় অসদুপায়কে প্রশ্রয় দেয় না। নকল প্রবণতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, বরং এটি শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত সবাইকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনেরও নির্দেশ দিয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন