• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৩৪ পিএম
পাঁচবিবিতে মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। স্বাগত বক্তব্যও তিনি প্রদান করেন। সহকারী শিক্ষক কামরুজ্জামান মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী আবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক সিরাজুল ইসলাম, উচিৎপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক হারুনুর রশিদ ও সাদ্দাম হোসেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম নান্টু ও শ্রীমতি চন্দনা রানী দাস।

এ সময় বিদ্যালয়ের ৫৩ জন এসএসসি পরীক্ষার্থীর প্রি-টেস্ট পরীক্ষার ফলাফলের সনদ প্রদান করা হয়। প্রধান শিক্ষক এনামুল হক জানান, এই সমাবেশ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।

উল্লেখ্য, বিদ্যালয়ে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি আধুনিক হাইজিন কর্নার স্থাপন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন