• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানে আড়ৎদার সমিতির নির্বাচন সভা: বিধি লঙ্ঘনের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫০ পিএম
পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানে আড়ৎদার সমিতির নির্বাচন সভা: বিধি লঙ্ঘনের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আড়ৎদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ও আলোচনা সভা আয়োজনকে কেন্দ্র করে বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কিংবা পেশাজীবী সংগঠনের নির্বাচন ও সভা আয়োজনের সুযোগ নেই বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে বাগজানা ইউনিয়ন আড়ৎদার সমিতির উদ্যোগে নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং সেখানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশে এ ধরনের নির্বাচন ও সভা আয়োজন শিক্ষানীতিমালা ও প্রশাসনিক নির্দেশনার পরিপন্থী। সচেতন মহলের মতে, এমন কর্মকাণ্ড ভবিষ্যতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, “বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. আব্দুল মুমিন মুঠোফোনে জানান, “আসলাম মাস্টার বলেছিল পিকনিক খাব। তারা যে এ ধরনের অনুষ্ঠান করবে, তা আমি জানতাম না।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন