পাঁচবিবিতে সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
জয়পুরহাটের পাঁচবিবিতে পৈত্রিক সম্পত্তি উদ্ধার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ আনোয়ারা বেগম। রবিবার দুপুরে নিজ জমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা গ্রামের মৃত শামসুল উদ্দিনের পুত্র মোঃ সালাউদ্দিন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি দখল করে রেখেছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯০ সালে সালাউদ্দিন ভুয়া রেকর্ড তৈরি করে দেবখন্ডা মৌজার ৬৪৬ দাগের রাস্তা সংলগ্ন ১২ শতক জমি জোরপূর্বক দখল করে নেন। অভিযোগ করা হলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে তিনি ন্যায়বিচার পাননি। ২০১৯ সালে সম্পত্তি উদ্ধারে তিনি পাঁচবিবি সহকারী জজ আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
আনোয়ারা বেগম জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট এলাকাবাসীর সহায়তায় তারা নিজেদের সম্পত্তি পুনরুদ্ধার করেছেন। তিনি বলেন, “আমরা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, তবে আর জুলুম-নির্যাতন মেনে নেব না।” অন্যদিকে অভিযুক্ত সালাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবি
- সংবাদ সম্মেলন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: