পেকুয়ায় অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক উদ্ধার দেড় ভরি স্বর্ণালঙ্কার ও ১ লক্ষ ১৫ হাজার টাকা

কক্সবাজারের পেকুয়া উপজেলায় কখনো কবিরাজ আবার কখনো বেদে বা কখনো রিক্সা চালক সেজে গাড়ির যাত্রী ও সাধারণ মানুষকে বিশেষ কৌশলে অজ্ঞান করে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নিয়ে চম্পট দেয়া চক্রের ৮ সদস্যকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।


এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন এবং নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা ও মুঠোফোন। গতকাল ১৬ অক্টোবর থেকে আজ ১৭ অক্টোবর সকাল পর্যন্ত পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের উত্তর সাবেক গুলধি এলাকার প্রবাসী স্ত্রী শারমিন জন্নাত (৩০) বাড়ীতে একা থাকার সুবাধে বেদে সেজে কয়েকজন মহিলা পানি পান করার অজুহাতে বাড়ী ঢুকে পড়ে। এসময় পানি দেয়ার সময় কৌশলে শারমিন জান্নাতকে টিস্যুর মাধ্যমে বিশেষ কেমিক্যাল স্পর্শ করে অজ্ঞান করে ফেলে। শারমিন জান্নাত অজ্ঞান হয়ে পড়লে তার গলায় থাকা দেড়ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল হাতিয়ে নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে শরমিন জন্নাতের জ্ঞান ফিরলে তার চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে পহরচাঁদা এলাকা থেকে এই চক্রের ২ মহিলা সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে চট্টগ্রামের লোহাগড়া আমরাবাদ স্কুল রোড নাজিম কলোনি থেকে তাদের আরো ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম সুবিদপুর কামতা বাজার এলাকার মৃত ইউনুছ সওদাগরের স্ত্রী রেনু বেগম (৬০), একই থানার পূর্ব গোপটি ইউপির গল্লাক বাজার এলাকার কামাল সওদাগরের স্ত্রী মুক্তা বেগম (৩৮), ওই এলাকার তকবিল হোসেনের স্ত্রী রৌশন আরা বেগম (৬০), একই জেলার মতলব দক্ষিণ থানার নায়েরগাঁও ইউপির সেলিম সওদাগরের স্ত্রী রুবি বেগম (৩৭), জেলার ফরিদগঞ্জ থানার ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া এলাকার মো: দুলালের স্ত্রী গোলাপী (৫৮), একই এলাকার সুবেল সওদাগরের স্ত্রী কাকলী (২৫), কুমিল্লা জেলার বরুডা থানার বরুড়া পৌরসভার পাঠানপাড়া মনিপুর এলাকার ইউসুফ সওদাগরের স্ত্রী শেফালী বেগম এবং চাদপুর জেলার মতলব উত্তর থানার নায়েরগাও পাতল আসিমপুর ইউপি এলাকার দুধ মিয়া সওদাগরেরপুত্র সেলিম সওদাগর। তাদের বিরুদ্ধে থানায় মামলা রজু করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান পেকুয়া থানা পুলিশ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- অজ্ঞান পার্টি
- স্বর্ণালঙ্কার
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: