পেকুয়ায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে জায়গা দখলে নিয়ে দোকানঘর নির্মাণ
.jpg.webp)
পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা চৈরভাঙা এলাকায় ভোরবেলা প্রবাসীর ঘরে হামলা করে রাস্তার পাশের ভিটা বাড়ি দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। হামলা করে প্রবাসী নুরুল আলম স্ত্রী ও ছেলেকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা চৈরভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আহত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী নুরুল আলম জমি ক্রয় করে বসতভিটা তৈরি করে দীর্ঘ ৮ বছর ধরে ভোগদখল করে আছেন।সরকার পতনের পরে স্থানীয় শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি দখলবাজ চক্র আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তারা লোকজন নিয়ে গতমাসে বেশকয়েক বার আমার বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে।
তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আদালতে একটি মামলা দায়ের করি।কিন্তু সন্ত্রাসীরা তাতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেয় এবং আজ ভোরে আমার বাড়িতে হামলা করে আমাকে মারধর করে। আমাকে অবরুদ্ধ করে আমার ভিটার সামনের অংশ দখল করে দোকান ঘর নির্মাণ করে। এব্যাপারে আমি পেকুয়া থানায় অভিযোগ দায়ের করলে উপ পুলিশ পরিদর্শক সাঈদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে শাহাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঐ জায়গার মালিক। আমার কাছে বৈধ কাগজপত্র আছে তাই আমি দখলে নিয়েছি।তাছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের রায়ও আমার পক্ষে আছে।
এব্যাপারে উপ পুলিশ পরিদর্শক সাঈদুর রহমান বলেন, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। কাগজ পত্র তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পেকুয়া
- দোকানঘর নির্মাণ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: