প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ আটক ৯, তাদের কাছে যা পাওয়া গেল
নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত দুজনসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে নওগাঁ শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ছয়জন পরীক্ষার্থী, একজন অভিভাবক ও দুইজন প্রশ্নফাঁস চক্রের সদস্য।
আটক ছয় পরীক্ষার্থী হলেন- নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ (৩১), চণ্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওল গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কওমি মাদ্রাসাপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহানা জান্নাত (৩১)।
এছাড়াও প্রশ্নফাঁস চক্রের দুই ব্যক্তি হলেন- পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৪১), মহাদেবপুর উপজেলার জিওল গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব (৪০) ও একই গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ফারাজুল ইসলাম (৪৮)।
জেলা ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাবিব জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি প্রতারক চক্র চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করতে নওগাঁ শহরের দুটি আবাসিক হোটেলে বৃহস্পতিবার রাত থেকে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার সকাল ৭-৯টা পর্যন্ত পোরশা আবাসিক হোটেল ও হোটেল নীলসাগরে পৃথক অভিযান চালিয়ে ওই ৯ জনকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে শুক্রবার বেলা ৩টা থেকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তারা ওই দুই হোটেলে একত্র হয়েছিলেন। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৬-৭ লাখ টাকার বিনিময়ে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র সরবরাহের চুক্তি করা হয়েছিল।
চক্রটির সঙ্গে আরও অনেকে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে জানিয়ে হাসিবুল্লাহ হাবিব বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং পুরো নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ পরীক্ষা বেলা ৩টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। পরীক্ষাকে কেন্দ্র করে কয়েক দিন আগেই পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- প্রশ্নপত্র ফাঁস
- চক্র
- আটক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: