ফরিদপুরে কলেজ শিক্ষারর্থীদের হেনস্থা প্রতিবাদে সড়ক অবরোধ
.jpg.webp)
ফরিদপুরে বাস স্টাফের হাতে ফরিদপুর সরকারী ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রী হেনস্তা ঘটনা ঘটেছে। প্রতিবাদে বোয়ালমারীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।


ফরিদপুরে বাস মালিক সমিতির এক স্টাফ কর্তৃক ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রীদের হেনস্তার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে বোয়ালমারীতে ছাত্র-জনতা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরে ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রীদের ফরিদপুর পরিবহন সমিতির একজন স্টাফ বাসের মধ্যে হেনস্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের কয়েকজন ছাত্র-ছাত্রী বোয়ালমারী থেকে ফরিদপুরগামী একটি বাসে উঠলে ভাড়া দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বাসস্টাফ এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। বিষয়টি দ্রুত এলকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্দেটি হয়। পরে বিকেলে বোয়ালমারী উপজেলার ছোলনা মাদ্রাসার সামনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রতিবাদকারীরা রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
ভুক্তভোগী ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “আমি ভাড়া দিতে একটু সময় চাইলে স্টাফ খারাপ আচরণ করে। এতে আমি খুবই অপমানিত বোধ করি।” স্থানীয় শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, “ছাত্র-ছাত্রীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।” খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানবীর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলেন এবং রাস্তায় ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত বাসস্টাফকে শনাক্তের চেষ্টা চলছে।” অন্যদিকে, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, “এ ধরনের আচরণ সমিতি কখনো সমর্থন করে না। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং শিক্ষার্থীরা অভিযুক্ত বাসস্টাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: