• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে মঙ্গলবার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩০ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে মঙ্গলবার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ধারণা করা হচ্ছে এটি আগামী সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরের দিন মঙ্গলবার (২৮ অক্টোবর) ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে।

নতুন এ ঝড়টি ‘মন্থা’ নামে পরিচিতি পাবে। এই নামটি থাইল্যান্ডের দেওয়া।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকানক্রনিকেল জানিয়েছে, আজ শনিবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ঘূর্নিঝড়টি ২৮ অক্টোবর সন্ধ্যায় দেশটির অন্ধ্রপ্রদেশের কাকিনাদা উপকূলে আছড়ে পড়বে। ওই সময় মন্থার ঝড়োবাতাসের গতিবেগ থাকবে ৯০ থেকে ১১০ কিলোমিটার।

আইএমডি সর্বশেষ আপডেটে আরও জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি ৭ কিলোমিটার গতিতে আরও পূর্বদিকে সরেছে এবং আন্দামান ও নিকোবারের কাছের ব্লেয়ার বন্দর থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব, বিশাখাপত্তম থেকে ৯৭০ দক্ষিণপূর্ব, চেন্নাই থেকে ৯৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব, কাকিনাদা থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণপূর্ব এবং ওড়িশার গোপালপুর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল।

ধারণা করা হচ্ছে নিম্নচাপটি পশ্চিম উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে যাবে। রোববার এটি গভীর নিম্নচাপ ও পরের দিন সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর ঝড়টি উত্তরপশ্চিমদিকে সরে গিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে যাবে এবং ২৮ অক্টোবর মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওইদিন সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি কাকিনাদা উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন