বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন পূনঃ বহালের দাবিতে মানববন্ধন

বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন পূনঃ বহালের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনা জেলার সর্বস্তরের জনসাধারণ।


২৩ আগস্ট শনিবার সকাল ১০ ঘটিকায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন পুনঃ বহালের দাবিতে মানববন্ধন করেন বরগুনা জেলার সর্বস্তরের জনগণ। এ মানববন্ধন কর্মসূচিতে একত্বদা ঘোষণা করে মানববন্ধনে যোগদান করেন বরগুনার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহা সচিব এড. তওহীদ গাজী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক আছমা আজিজ, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক বাদল, বরগুনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এড. রেজবুল কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সদস্য সচিব ও বরগুনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায় এড. আব্দুল ওয়াসী মতিন, বরগুনা জেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায় এড. আহসান হাবীব স্বপন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আনিসুর রহমান মিলন, এড. গোলাম সাজ্জাত মিসকাত, এড. সাইফুল ইসলাম ওয়াসীম, এড. নাঈম হোসেন, এড. হাবীবুর রহমান সহ বরগুনা ছয় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি করছি অতি দ্রুত বরগুনার তিনটি সংসদীয় আসন পুনঃ বহাল করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার যে জনসংখ্যার দোহাই দিয়ে বরগুনার তিনটি আসন থেকে দুইটি আসন করেছে তা গ্রহণযোগ্য নয়। বর্তমানে ৩০০ আসনের মধ্যে ২৫টি সংসদীয় আসনে জনসংখ্যা ২ লক্ষ বার হাজার থেকে ২ লক্ষ ৯৫ হাজার পর্যন্ত। অথচ বরগুনা-১, আসনের জনসংখ্যা ৫ লক্ষ ৭৭ হাজারের বেশি ও বরগুনা-২, আসনের জনসংখ্যা ৩ লক্ষ ২৬’হাজারের বেশি। তাই আমরা আমাদের পূর্বের তিনটি আসন ফেরত চাই। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা প্রয়োজনে বরগুনার সকলে মিলে অনশন ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেব। প্রয়োজনে বরগুনা জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। তিনটি আসন পূনঃ বহল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: