• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় তরমুজ চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকেরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
বরগুনায় তরমুজ চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকেরা

বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনা। এই জেলায় ব্যাপক পরিসরে তরমুজের চাষাবাদ করা হয়।দেশের উৎপাদিত তরমুজ এর বেশিরভাগ তরমুজই উৎপন্ন হয় বরগুনা জেলায়। আমন ধানের বাম্পার ফলনের পরে এখন তরমুজ চাষাবাদের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে বরগুনা জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা। ২০২৫-২০২৬ অর্থবছরে  বরগুনা জেলায় তরমুজ চাষের লক্ষ্য মাত্রা ১২১৫৩ হেক্টর জমিতে। বরগুনা সদর ৬৫০০ হেক্টর , আমতলী ৪২৪৯ হেক্টর  , তালতলী ১৩২৫ হেক্টর,বেতাগী ৩০ হেক্টর,বামনা ০৫ হেক্টর এবং পাথরঘাটায় ৪৪ হেক্টর। 

বরগুনা জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান এ বছর ধানের ভাল ফলন পেয়েছি। আবহাওয়া যদি ভালো থাকে কোন প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে ইনশাল্লাহ আমরা তরমুজ চাষেও লাভবান হব। 

এ বিষয়ে বরগুনা জেলা কৃষি কর্মকর্তা রবীন্দ্র নাথ বিম্বাস বলেন,এ বছর বরগুনা জেলায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ১২১৫৩ হেক্টর। ইতিমধ্যেই ২২০০ হেক্টর জমিতে তরমুজের করা হয়েছে। বাকি জমিতে চাষাবাদ চলমান রয়েছে। এবছর তরমুজের বীজ আস্থা, বিগ ফ্যামিলি, আনন্দ,এশিয়ান প্লাস, মেটাল সহ বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করা হচ্ছে।আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ  কৃষকদেরকে বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করছি। আশা করি প্রাকৃতিক কোনো রকম দুর্যোগ না ঘটলে কৃষকরা ভালো ফলন পাবে এবং আমাদের যে তরমুজের লক্ষ্যমাত্রা তা অর্জন করতে সক্ষম হব এবং কৃষক আর্থিকভাবে সফলতা লাভ করবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন