• ঢাকা
  • সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনার দুইটি আসনে মনোনয়ন বাছাই শেষ: বাতিল ৫, বৈধ ১৩


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৮ পিএম
বরগুনার দুইটি আসনে মনোনয়ন বাছাই শেষ: বাতিল ৫, বৈধ ১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুই আসনে প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে। ঋণ খেলাপি, মামলা, তথ্য গোপন, হলফনামা ও প্রয়োজনীয় ভোটারের স্বাক্ষর না থাকায় দুটি আসনের মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়ন যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের বিষয়ে ব্রিফিং করেন।

বরগুনা-১ (আমতলী–তালতলী) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। ঋণ খেলাপি থাকা, এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংযুক্ত না করা এবং হলফনামা দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মুহিবুল্লাহ, বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ, খেলাফত মজলিসের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন এবং জাতীয় পার্টির প্রার্থী মো. জামাল হোসাইন—মোট ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে বরগুনা-২ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—আম জনতার পার্টির প্রার্থী আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুজ্জামান এবং মাওলানা শামীম।

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ, বিএনপির মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজীসহ মোট ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বাছাই শেষে প্রার্থী ও উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তাসলিমা আক্তার।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন