• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বলিউড অভিনেতা সতীশ শাহ মারা গেছেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৫ পিএম
বলিউড অভিনেতা সতীশ শাহ মারা গেছেন

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগে প্রয়াত হলেন বলিউড অভিনেতা সতীশ শাহ। শনিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন; বয়স হয়েছিল ৭৪। 

ইন্ডিয়া টুডে লিখেছে, কিডনি প্রতিস্থাপনও করেও সতীশ শাহকে বাঁচানো গেল না। প্রায় পাঁচ দশকের অভিনয় করে গেছেন তিনি। আড়াইশ এর বেশি সিনেমা ও টেলিভিশন সিরিজে কাজ করেছেন। রসবোধ, সংলাপের ভঙ্গি ও মুখাভিনয়ে ভর করে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় কমেডি ধারার এক কিংবদন্তি মুখ।

সতীশ শাহর চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৭৮ সালে ‘অরবিন্দ দেসাই কি আজীব দাস্তান’ দিয়ে। তবে ১৯৮৩ ‘যানে ভি দো ইয়ারো’ সিনেমায় কমেডি চরিত্র তাকে পরিচিত করে তোলে।

এরপর ১৯৮৪ সালে ছোট পর্দায় ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ হিন্দি ধারাবাহিকে তার অভিনয় মানুষের নজর কাড়ে। সেখানে ৫৫টি পর্বে ৫৫টি আালাদা চরিত্রে অভিনয় করেন তিনি।

‘ফিল্মি চাক্কর’ (১৯৯৫) এ রত্না পাঠক শাহের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তবে তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের ইন্দ্রবর্ধন সারাভাই চরিত্রে।

সতীশ শাহের একাধিক জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘কাল হো না হো’, ‘ম্যায় হুঁ না’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ফানা’ ‘কভি হাঁ কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, এবং ‘ওম শান্তি ওম’।

হিন্দি ভাষার পাশাপাশি মারাঠি ও কন্নড় ভাষার সিনেমাতেও অভিনয় করেন তিনি।

১৯৫১ সালের গুজরাটের কচ্ছি পরিবারে জন্ম সতীশ শাহের। শৈশব কেটেছে মুম্বাইয়ে। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে (এফটিআইআই)। এখান থেকেই অভিনয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন