• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাগেরহাট জেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
বাগেরহাট জেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যৌথভাবে পালন করেছে বাগেরহাট পৌর ও সদর উপজেলা যুবদল। এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা এ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন, এসকে বদরুল আলম, ফকির মাসুম বিল্লাহ, মিজানুর রহমান রাজন, ইকবাল হোসেন, সাংবাদিক মিরানুজ্জামান মিরনসহ বাগেরহাট পৌর ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ সুমন পাইক এর নেতৃত্বে বাগেরহাট শহরের দাসপাড়ার মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ শেষে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।

সুজন মোল্লা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে চলছে। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন তার পক্ষে কাজ কতে হবে। যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান যুব নেতা সুজন মোল্লা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন