• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাগেরহাটে জাকের পার্টির আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম
বাগেরহাটে জাকের পার্টির আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বাগেরহাটে জাকের পার্টির আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ৩ টায় যাত্রাপুর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে যাত্রাপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়াল) জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। ভাইস চেয়ারম্যান সায়েম আমির ফয়সাল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাকের পার্টি বাগেরহাট জেলা শাখার সভাপতি খান আরিফুর রহমান (আরিফ)

জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগীয় সভাপতি এস এম সাব্বির হোসেন, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি মুন্সি বাদল রেজা, বাগেরহাট জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি হাফেজ ওমর ফারুক বুলবুলি, বাগেরহাট জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চান, জাকের পার্টি মৃত্তিকা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন স্বাধীন, বাগেরহাট জেলা মহিলা ফ্রন্ট এর সভানেত্রী সালেহা বেগম, সাংগঠনিক বিভাগ খুলনার সহ-সভাপতি রেজাউল শেখ, কচুয়া উপজেলা জাকের পার্টির সভাপতি তৌহিদুল ইসলাম মিনা, মোরেলগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল মান্নান শেখ, জেলা জাকের পার্টির সহ-সভাপতি সেখ আলতাফ হোসেন, সদর উপজেলা জাকের পার্টির সভাপতি শেখ লুৎফর রহমান প্রমূখ।

আলোচনা সভা শুরুর আগে জেলা জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য রেলি যাত্রাপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে উপস্থিত হন। দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগামীতে একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের লক্ষ্যে ব্লক চেইন পদ্ধতিতে নির্বাচনের দাবি করেন বক্তারা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন