বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বনির্ভর বাংলার রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকীতে মত বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের সোনাতলা বিএনপি অফিসে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বাগেরহাট পৌর সদর উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এই মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, আয়েশা আক্তার মানি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু ও মনিরুল ইসলাম খান।
শিকদার হারুন আল রশিদ, সরদার জাহিদ, হাজরা আসাদুল ইসলাম পান্না, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, শেখ তৌহিদুল ইসলাম, শরীফ মোস্তফাজামান লিটু, তালুকদার শহিদুল ইসলাম স্বপন, শেখ আক্তারুজ্জামান, এ্যাডভোকেট নুরুল ইসলাম, পৌর বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নিয়াজ মাহমুদ শৈবাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের সভাপতি প্রদিপ বসু সন্ত, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক ডালিম ফকির, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মানফুজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, মোল্লা হাট উপজেলা মহিলা দলের আহবায়ক পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, নার্গিস আক্তার লুনা, শিরিনা আক্তার, সালমা আক্তার, এ্যাডভোকেট শিরিনা বেগমসহ বাগেরহাট পৌর সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো। আলোচনা সভা শেষে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি। দলটি প্রতিষ্ঠা করেছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৯০ তম জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে। ভোটারদের কাছে যেতে হবে। তাদের কাছে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধানের শীষকে জয়ী করে ক্ষমতায় আনতে হবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বাগেরহাটে
- বিএনপি
- জিয়াউর রহমান
- দোয়া মাহফিল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: