বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই : সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, বাস্তবায়ন পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া জুলাই সনদের কোন মূল্য নাই। জুলাই সনদ পদযাত্রা থেকে শুরু করে আমাদের কমিশন, বক্তব্যতে দেখবেন যে একটা জিনিসে বারবার ফোকাস করেছি— আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি দিতে হবে। সেখানে এসে আলাপটা শেষ হয়েছে যে, জুলাই সনদ আদেশ দেওয়া হবে।


গণভোট হবে, আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে। সম্প্রতি জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তুষার এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, কিছু সময়ের জন্য সংসদের কাছে কনস্টিটিয়েন্ট পাওয়ার কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে। এটা পুরো জাতিকে সাক্ষী রেখে আপনারা সবাই একমত হলেন।
সকল রাজনৈতিক দল একমত হলো, পত্রপত্রিকায় নিউজ হলো, সবাই বাইরে এসে কথা বললেন। কেউ কোনো দ্বিমত করেন নাই। তাহলে এখন অঙ্গীকার নামার মধ্যে এটা লিখবেন না কেন? এটা না লেখাটা হচ্ছে চুক্তি ভঙ্গ করার মত। মানে জেন্টলম্যান এগ্রিমেন্টস যদি বলেন তাহলে এটা সেই এগ্রিমেন্টটা ভঙ্গ করার মত।
তুষার আরো বলেন, আমরা সেই এগ্রিমেন্ট ভঙ্গ করাটা প্রতিবাদ করেছি। বলেছি যে, বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ থাকা ছাড়া আমরা এটা স্বাক্ষর করতে পারিনা। কারণ পরবর্তীতে বলা হবে, মৌখিকভাবে একমত হয়েছিলাম। এটা অতটা গুরুত্বপূর্ণ না। সংসদই সব সিদ্ধান্ত নিবে। এই কথাগুলো আসতে পারে।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- জুলাই সনদ
- সারোয়ার তুষার
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: