বোয়ালমারীতে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ৩ শ্রমিকের দাফন সম্পন্ন
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিক আপ ভ্যানের নিহত তিন শ্রমিকের দাফন সম্পন্ন হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপের যাত্রি আকিজ গ্রুপের প্রতিষ্ঠান জনতা জুট মিলের নিহত তিন শ্রমিকের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬) বাদ মাগরিব স্থানীয় চরবর্ণি ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে চরবর্ণি কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বি আবুল বাসার খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত এলাকাবাসী। আবুল বাসার খাঁন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মর্মান্তিক এই দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই ক্ষতি পূরণ হবার নয়। তিনি তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লখ্য, গত সোমবার বোয়ালমারী উপজেলার ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের একটি পিকআপ ভ্যান সোতাশী হুজুর বাড়ী সংলগ্ন রেলগেট ক্রস করছিল । এ সময় কালুখালী-ভাটিয়াপাড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেন অরক্ষিত রেলগেট পার হওয়ার মুহূর্তে পিক-আপটিকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আপন দুই ভাইসহ তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন, ময়না ইউনিয়নের চরবর্ণি (বিল কামড়াইল) গ্রামের সাইফার মোল্যার দুই ছেলে জব্বার মোল্যা ও মুসা মোল্যা। নিহত নারী শ্রমিকও একই গ্রামের কামাল মোল্লার স্ত্রী।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বোয়ালমারী
- নিহত
- দাফন সম্পন্ন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: