• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে সাহা পরিবারে দূর্যোগ কাটছে না নারু সাহার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১০ পিএম
বোয়ালমারীতে সাহা পরিবারে দূর্যোগ কাটছে না নারু সাহার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

বোয়ালমারীতে সাহা পরিবারে দূর্যোগ চলছে। সাহা পরিবারের দুই সন্তানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই নারু সাহার বাড়িতে সংঘঠিত হয়েছে দূর্ধর্ষ ডাকাতি। 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়নগর গ্রামের মৃত বলাই সাহার ছেলে স্থানীয় সাতৈর বাজারের ব্যবসায়ী নারু সাহা (৬৫) এর বাড়িতে বুধবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১টায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উল্লেখ গত শুক্রবার (২৪ অক্টোবর)  দিবাগত রাত আনুমানিক রাত ১২টায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের তলায় পিষ্ট মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করেন সাহা পরিবারের অপর দুই সন্তান একই বাজারের ব্যবসায়ী নারান সাহা ও মধু সাহা। 

ব্যবসায়ী নারু সাহার বাড়ি থেকে ডাকাতদল ৫০ ভড়ি ওজনের স্বর্ণালংকার, নগদ সাড়ে ৪ লক্ষ টাকা এবং অন্যান্য জিনিস পত্র নিয়ে যায়। নারু সাহার পরিবারের সদস্যদের দাবী ডাকাতেরা তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি করেছে। নারু সাহার ছেলে সৌরভ জানান, "বাবা স্ট্রোক করায় মা তাকে নিয়ে হাসপাতালে ছিলেন। বাড়িতে আমি এবং আমার স্ত্রী এই দু'জনে ছিলাম।

রাত আনুমানিক ১টায় ডাকাতরা আমাদের মেইন গেইট ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। অভিনব কায়দায় তারা আমাদের শাবার ঘরে ঢুকে যায়।" সৌরভের স্ত্রী জানান, ডাকাতদের হাতে রাম দা ছিলো। তারা আমাদের ভয় দেখায় এবং চুপ করে থাকতে বলে। এক পর্যায়ে ডাকাতেরা আমাদের দু'জনের হাত পা মুখ বেঁধে ফেলে। তারপত তারা তাদের ইচ্ছে মত প্রতিটা রুম তছনছ করে ৫০ভরি ওজনের স্বর্ণালঙ্কার, সাড়ে ৪ লক্ষ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।" নারু সাহার মেয়ে জানান, "রাত ৪টার দিকে আমাকে মোবাইলে জানানো হয় আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে। খবর পেয়ে আমি শশুড় বাড়ি থেকে ছুটে আসি।"

তিনি বলেন, আমাদের প্রায় ৫কোটি টাকার ক্ষয় ক্ষতি করেছে ডাকাতেরা। সংবাদ পেয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহামুমুদুল হাসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম প্রশাসনের নিকট জোর দাবী জানিয়ে বলেছেন, যত দ্রুত সম্ভব ডাকাতদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন