• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে সিঁধ কেটে চুরি এক রাতেই আট বাড়ি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২৫ পিএম
বোয়ালমারীতে সিঁধ কেটে চুরি এক রাতেই আট বাড়ি

বোয়ালমারীতে এক রাতে আট বাড়িতে সিঁধ কেটে চুরি করার ঘটনা ঘটেছে। 

ফরিদপুরের বোয়ালমারীতে শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে আটটি বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে চুরি চালিয়েছে সংঘবদ্ধ চোরেরদল। 

গ্রামীণ জীবনের এক সময়ের অতি পরিচিত “সিঁধেল চুরি” কালের স্রোতে বিলুপ্তির পথেই জানতো মানুষ। দালান-কোঠা, পাকা বাড়িতে ভরা আধুনিক গ্রামে সিঁধেল চুরির ঐতিহ্য নাই বললেই  চলে। সহসা পুরানো সেই কৌশল আবারও ফিরে এসেছে উপজেলার ময়না ইউনিয়নের গৌরীপুরসহ কয়েকটি গ্রামে।

সুত্র জানায়, গৌরীপুর গ্রামের অধিকাংশ ঘর এখনও মাটির মেঝে ও টিনের বেড়ার। দেয়ালহীন এসব ঘরের নিচে চোরেরা সিঁধ কেটে বা বেড়া কেটে সহজেই ঢুকে পড়ে ঘুমন্ত মানুষের ভেতরে। এক রাতে আটটি বাড়িতে একইভাবে চুরি হওয়ায় পুরো গ্রামজুড়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক।

ভোরে সূর্যের আলো উঠতেই গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় এ ঘটনা।  মানুষ ছুটে যায় একে অন্যের বাড়িতে, কার ঘরের নিচ কাটা, কার জিনিস গেছে। চোখে মুখে আতঙ্ক, মুখে প্রশ্ন “একই রাতে আটটা ঘরে ঢুকল কীভাবে ?"

গ্রামের প্রবীণ আব্দুল গফ্ফার মোল্যা (৬০) বলেন, “আমাদের গ্রামে বহু বছর এমন চুরি হয় নাই। দেয়াল নেই, দরজা বন্ধ—তবুও নিরাপদ না আমরা।”

ভুক্তভোগী পরিবারের মধ্যে রয়েছেন, মৃত রোকন শেখের ছেলে কুবাদ শেখ; যার ঘরে ঢুকে চোরেরা ৮ হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যায়। মিরাজ মোল্যা, সিদ্দিক মোল্যার ছেলে; তার ঘর থেকে ১৩ হাজার টাকার মোবাইল ও পূজায় ডিউটি করে পাওয়া ৪ হাজার টাকা চুরি হয়ে যায়।

দুর্ঘটনায় পঙ্গুত্ব বরনকারী ওসমান মোল্যা কাঁদতে কাঁদতে বলেন, “আমি পঙ্গু মানুষ, কাজ করতে পারি না। ওরা বিছানার পাশ থেকে আমার মোবাইলটা নিয়ে গেল। আল্লাহর বিচারই শেষ বিচার।”

কাঁচামাল ব্যবসায়ী মিনাল মোল্যার ঘরের বেড়া কেটে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল, সেনা সদস্য ইস্রাফিল-এর মায়ের ঘর থেকে সিঁধ কেটে বালিশের পাশ থেকে মোবাইল ফোন, মৃত জদন মোল্যার ছেলে আবুল মোল্যার মেয়ের মোবাইল, ফরিদ মোল্যার ঘর থেকে নগদ ১০ হাজার টাকা এবং আব্দুল গফ্ফার মোল্যার ঘর থেকে স্বর্ণালংকার ও ১১ হাজার টাকা নিয়ে যায় চোরচক্র।

গ্রামজুড়ে এখন আলোচনা, হারিয়ে যাওয়া সেই “সিঁধেল চোরেরা” যেন আবার ফিরে এসেছে আধুনিক যুগেও। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন