• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে সিলেটে ধরপাকড়, বাসদ-সিপিবি নেতাকর্মীসহ আটক ৩৮


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৫০ পিএম
ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে সিলেটে ধরপাকড়, বাসদ-সিপিবি নেতাকর্মীসহ আটক ৩৮

সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এই ইস্যুতে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাত থেকে শনিবার (১ নভেম্বর) পর্যন্ত প্রায় ৩৮ জনকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

আজ দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট কার্যালয় থেকে ২২ জনকে এবং শুক্রবার রাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ অন্তত ১৬ জনকে আটক করার খবর পাওয়া গেছে। 

জানা গেছে, শনিবার (১ নভেম্বর) সাড়ে ১২টার দিকে সিলেট নগরের আম্বরখানা এলাকায় বাসদ কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে অন্তত ২২ জনকে আটক করে পুলিশ।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট কালীবাড়ি এলাকা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতে ও দিনের বিভিন্ন সময়ে দলটির শ্রমিক সংগঠনের অন্তত ১৫ জনকে বিভিন্ন স্থান থেকে পুলিশ আটক করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের পূর্বঘোষিত ভুখা মিছিল কর্মসূচি ছিল শনিবার। দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে শহীদ মিনারে সমাবেশ করার কথা।

কিন্তু শুক্রবার রাতে এসএমপির কমিশনার সংবাদ সম্মেলন করে কর্মসূচির অনুমতি না দেওয়ার বিষয়টি জানানোর পর আমরা আন্দোলন স্থগিত করে দিই। কিন্তু রাতের বেলা সিদ্ধান্ত হওয়ায় কিছু কিছু কর্মী বিষয়টি জানতে পারেননি। তারা সকালে আসলে আমরা তাদের বিষয়টি অবগত করে বিদায় দিই। এ সময় পুলিশ প্রশাসনের লোকজনও ছিলেন।

এরপর কার্যালয়ে শ্রমিক ফ্রন্টের পাঠচক্র চলছিল। দুপুরে হঠাৎ পুলিশ আমাদের কার্যালয়ে এসে বলে কি করছি। তখন আমরা জানাই পাঠচক্র চলছে। তারা আমাদের নেতাকর্মীদের কার্যালয় থেকে বের হতে নিষেধ করেন। এর কিছুক্ষণ পর দুপুর সাড়ে ১২টার দিকে এসে আমাদের ২২ জন নেতাকর্মীকে ধরে নিয়ে যায়।

’তিনি আরো বলেন, ‘কিছু বিষয় স্পষ্ট করে বলতে চাই- প্রথমত আমাদের কর্মসূচি সকাল ১১টায় ছিল এবং নেতাকর্মীদের জমায়েত হওয়ার স্থান ছিল অফিসের সামনে। কর্মসূচির সময় পার হওয়ার পর কার্যালয় ঢুকে ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এটা দুঃখজনক।’

এদিকে, সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনকে শুক্রবার রাতে নগরের কালীবাড়ি এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে সিলেট অটোরিকশা শ্রমিক আন্দোলনের অন্তত ১৫ জন কর্মীকে আটক করার দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে। 

নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনের অন্যতম নেতা ও চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মনীষা ওয়াহিদ কালের কণ্ঠকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে আন্দোলনটি শ্রমজীবী ও মেহনতি মানুষের একটি অহিংস আন্দোলন। এটি তাদের রুটি-রুজির আন্দোলন। এটিকে দমন করতে পুলিশ যেরকম ভূমিকা নিয়েছে তা নিন্দনীয়। শুক্রবার রাত থেকে এ পর্যন্ত সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ আমাদের অন্তত ১৬ জনকে নগরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। সঠিক সংখ্যা আসলে কত, এখনো আমরা নিশ্চিত নই।’ 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নানা তথ্যের ভিত্তিতে একজন মানুষকে আটক করা হতে পারে। তবে আমরা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নিয়ে এবং ভুলক্রমে কাউকে আটক করলে তাকে মুক্তি দিচ্ছি।’

বাসদ কার্যালয় থেকে ২২ জনকে আটক প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে মিছিল মিটিংয়ের অনুমতি ছিল না। মিটিং করে একটা মিছিল করার পরিকল্পনা তারা করছিল এমন সংবাদে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি।’

তাদের (আটককৃতদের) বিষয়ে যাচাই-বাছাই চলছে জানিয়ে তিনি বলেন, ‘তারা বাসদেরই লোক নাকি অন্য লোক? কই থেকে আসছে? কারা আনছে? কারা মিটিং মিছিল করতে বলেছে এগুলো যাচাই-বাছাই করতে একটু সময় লাগবে।’

সিপিবি নেতা সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চালান দেওয়া হচ্ছে। আরো চার-পাঁচ জনকে হয়তো চালান দেওয়া হবে। বাকিদের হয়তো ছেড়ে দেওয়া হবে।’ 

সুমন ছাড়া কতজনকে আটক করা হয়েছে এমন প্রশ্নে তিনি জানান, ‘সুমন ছাড়াও আরো ৪ জন গ্যারেজ মালিককে আটক করা হয়েছে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন